ফের বিস্ফোরক মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা। "যা করেছেন, ভুলে যান। ২০২৪ সাল পর্যন্ত একটু নিয়ম মেনে চলতে হবে। এই ২ বছর উপোস করুন। যদি কোনও বুথ প্রেসিডেন্ট কিছু করেন, দল দায়িত্ব নেবে না। পরিষ্কার বলে দেব, ও আমাদের বুথ প্রেসিডেন্ট নয়।'' ইলামবাজারে কর্মিসভায় মন্তব্য বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিন্হার।