Hemant Biswa Sharma: বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে এবার অমিত শাহের মুখে বাংলার নাম, জানালেন হিমন্ত বিশ্ব শর্মা

2022-07-03 40

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে এবার অমিত শাহের (Amit Shah) মুখে বাংলার নাম। নাম না করে তৃণমূলকে (TMC) নিশানা অমিত শাহর (Amit Shah)। ‘পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে বাংলা। বাংলা এবং তেলঙ্গানার মানুষ পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে'। জাতীয় কর্মসমিতির বৈঠকে মন্তব্য অমিত শাহর, জানালেন হিমন্ত বিশ্ব শর্মা। ‘বিরোধীরা ছত্রভঙ্গ, কংগ্রেস নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছেন। মোদিকে ভয় পাচ্ছে কংগ্রেস। কংগ্রেসের রাজনীতি পরিবারনির্ভর।’ জাতীয় কর্মসমিতির বৈঠকে কংগ্রেসকেও নিশানা অমিত শাহের। 

Videos similaires