Shamik Bhattacharya : "রাজনীতির পক্ষে সুস্থকর নয়", শাহ-র সুরে পরিবারতন্ত্রের রাজনীতি নিয়ে আক্রমণ শমীকের

2022-07-03 33

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে এবার অমিত শাহের মুখে বাংলার নাম। নাম না করে তৃণমূলকে নিশানা অমিত শাহর। "পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে বাংলা। বাংলা এবং তেলঙ্গানার মানুষ পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে।" জাতীয় কর্মসমিতির বৈঠকে মন্তব্য অমিত শাহর, জানালেন হিমন্ত বিশ্ব শর্মা। এপ্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "যদি কোনও পরিবারের প্রতি একটা দল সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যায়, তাহলে রাজনীতির পক্ষে সেটা সুস্থকর নয়।" 

Videos similaires