Manipur Landslide: রাজ্যে ফিরল মণিপুরের ধসে মৃত টেরিটোরিয়াল আর্মির ১১ জওয়ানের দেহ

2022-07-03 37

রাজ্যে ফিরল মণিপুরের (Manipur) ধসে মৃত টেরিটোরিয়াল আর্মির ১১ জওয়ানের দেহ। এদের মধ্যে দার্জিলিং, মিরিক ও কার্সিয়ঙের ৯ এবং একজন জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। মৃতদের মধ্যে উত্তর ২৪ পরগনার বনগাঁর ব্যারাকপুরের এক জওয়ানও রয়েছেন। এদিন দুটি বিমানে রাজ্যে পৌঁছয় ১১ জওয়ানের কফিনবন্দি দেহ। বাগডোগরা বিমানবন্দরে নামার পর দেহগুলি নিয়ে যাওয়া হয় ব্যাঙডুবি সেনা হাসপাতালে। সেখানে গান স্যালুট দেওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেহ। 

Videos similaires