Kunal Ghosh: 'অসাড় কথা বলছেন,' 'পরিবারতন্ত্র' ইস্যতে শাহকে পাল্টা আক্রমণ কুণালের

2022-07-03 84

বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকে এবার অমিত শাহের (Amit Shah) মুখে বাংলার নাম। নাম না করে তৃণমূলকে নিশানা অমিত শাহর। ‘পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে বাংলা। বাংলা এবং তেলঙ্গানার মানুষ পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে।’ জাতীয় কর্মসমিতির বৈঠকে মন্তব্য অমিত শাহর, জানালেন হিমন্ত বিশ্ব শর্মা। ‘বিরোধীরা ছত্রভঙ্গ, কংগ্রেস নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছেন। মোদিকে ভয় পাচ্ছে কংগ্রেস। কংগ্রেসের রাজনীতি পরিবারনির্ভর।’ জাতীয় কর্মসমিতির বৈঠকে কংগ্রেসকেও নিশানা অমিত শাহর। এ প্রসঙ্গে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছেন কুণাল ঘোষ।

Videos similaires