প্রগতি ময়দান থানা এলাকায় একাকী মহিলার অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ। মৃতের নাম নন্দিতা বসু বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, প্রগতি ময়দান থানা এলাকায় মেট্রোপলিটন আবাসনের ফ্ল্যাটে একাই থাকতেন বছর সাতান্নর নন্দিতা। গতকাল ফ্ল্যাটে এসে তাঁর বন্ধু মহিলাকে বিছানার ওপর নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। দরজা খোলা ছিল। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ।