Bhatpara Murder: টেন্ডার সংক্রান্ত বিবাদ নাকি অন্য কারণ? ভাটপাড়ায় ব্যবসায়ী খুনে নতুন তথ্য

2022-07-03 29

ভাটপাড়ায় (Bhatpara) ব্যবসায়ী খুনে (Businessman Murder) নতুন তথ্য। সূত্রের খবর, পুরসভায় ৪ লক্ষের বেশি টাকার বরাত পেয়েছিলেন ইমারতি ব্যবসায়ী সালামউদ্দিন আনসারি। তাই খুনের নেপথ্যে পুরসভার টেন্ডার সংক্রান্ত বিবাদের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সিসি ক্যামেরায় ধরা পড়ে, খুনের সময় ১১ জন উপস্থিত ছিল। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ী খুনে তিনরকম অস্ত্র ব্যবহার করা হয়েছিল। পরপর ৮ রাউন্ড গুলি চলে। পুলিশ সূত্রে খবর, সালামউদ্দিনের বিরুদ্ধে পুলিশের খাতায় ১১টি অভিযোগ রয়েছে। ২০২০-তে কামারহাটিতে বোমা বিস্ফোরণে ২ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ছিল সালাউদ্দিন। ওই ঘটনায় জেলও খাটে। ফলে ব্যবসায়িক শত্রুতা নাকি পুরনো বিবাদের জের, কী কারণে খুন, খতিয়ে দেখছে পুলিশ। 

Videos similaires