Jagaddal Murder: রাতে মদের আসরে পরিচিতর হাতে খুন ১৯ বছরের তরুণ

2022-07-03 38

ভাটপাড়ার পর এবার জগদ্দল (Jagaddal)। ১২ ঘণ্টার মধ্যে ফের উত্তর ২৪ পরগনায় (North 24 pargana) খুন। রাতে মদের আসরে পরিচিতর হাতে খুন (Murder) ১৯ বছরের তরুণ। মৃতের নাম রোহিত দাস। জগদ্দলের ২৬ নম্বর রেলগেটের কাছে শান্তিনিবাস পল্লির ঘটনা। পরিবার সূত্রে খবর, টিটাগড় জুটমিলের শ্রমিক রোহিত গতকাল রাতে কাজে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণের মধ্যে বাড়ির সামনে থেকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। কী কারণে খুন, খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। 

Videos similaires