Train Service : সাড়ে ৯টার পর নির্ধারিত সূচি মেনেই শিয়ালদা-দমদম রুটে ট্রেন চলাচল

2022-07-03 25

পাতিপুকুরে রেলব্রিজ সংস্কারের কাজ চলছে। তার জেরে শিয়ালদা থেকে ভায়া দমদম রুটে আপ ও ডাউন মিলিয়ে বাতিল করা হয়েছে ৩৮টি লোকাল। পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদার মেন শাখায় একটি লাইন গেছে কৃষ্ণনগর, রানাঘাটের দিকে। আর একটি লাইন গেছে বারাসাত, বনগাঁর দিকে। এই লাইনগুলিতে চলাচলকারী হাবড়া, ডানকুনি রানাঘাট, কল্যাণী সীমান্ত, দত্তপুকুর, হাসনাবাদ, ব্যারাকপুর, নৈহাটি, বারাসাত, শান্তিপুর, বজবজগামী ২টি আপ ও একটি ডাউন লোকাল, গেদে লোকাল বাতিল করা হয়েছে।

Videos similaires