Howrah News: বাড়ি ফেরার পথে ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

2022-07-03 13

হাওড়ায় (Howrah) ফের বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু। এবার উলুবেড়িয়ায় (Uluberia)। কারখানা থেকে বাড়ি ফেরার পথে, ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যু হল সাইকেল আরোহী এক যুবকের। এ নিয়ে রাজ্যে গতকাল একদিনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা-সহ ৪ জনের! উলুবেড়িয়ার (Uluberia) মৃত যুবকের নাম সুব্রত মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে উলুবেড়িয়ার ৩২ নম্বর ওয়ার্ডে বাড়ির কাছেই বাতিস্তম্ভ থেকে বেরিয়ে আসা বিদ্যুতের ছেঁড়া তার সাইকেলের চাকায় জড়িয়ে গেলে রাস্তায় পড়ে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন বছর পঁচিশের ওই যুবক। মিনিট কুড়ি ওইভাবে পড়ে থাকার পর, স্থানীয়দের উদ্যোগে এলাকার ইলেকট্রিক অফিসে গিয়ে মেন সুইচ বন্ধ করা হয়। যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। স্থানীয়দের অভিযোগ, এলাকার বেশকিছু জায়গায় বিদ্যুতের তার জোড়াতালি দিয়ে লাগানো রয়েছে। বিদ্যুৎ দফতরে বারবার জানিয়েও কাজ হয়নি। বিদ্যুৎ দফতরের উদাসীনতার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। এ নিয়ে বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে ১৪ জুন, হাওড়া পুরসভার কাছে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনার ৩ সপ্তাহের মধ্যে ফের বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল হাওড়ায়।

Free Traffic Exchange

Videos similaires