মৃত ব্যক্তির নামে আসা আবাস যোজনার টাকা জমা পড়েছে, জীবিত ব্যক্তির ব্যাঙ্ক আকাউন্টে। নাম এক হওয়ায় এরকমই বিপত্তি মঙ্গলকোটে। ঘটনা জানার পরই, প্রকল্পের টাকা যাতে না তোলা যায়, সে বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে পঞ্চায়েত।