বিপত্তারিণী পুজো (Bipattarini puja) উপলক্ষে কালীঘাটে (Kalighat) পুণ্যার্থীদের ঢল। দূরদূরান্ত থেকে পুজো দিতে আসছেন ভক্তরা। রাজ্যে ফের করোনা সংক্রমণ বাড়লেও এদিন কালীঘাটে দূরত্ব বিধি শিকেয় উঠেছে। ভিড় সামলাতে তত্পর পুলিশ। রথ ও উল্টোরথের মাঝে মঙ্গল ও শনিবার বিপত্তারিণী পুজো হয়।