প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yajona) বিষয়ে, তত্ত্বতালাশ করতে গতকালও পূর্ব মেদিনীপুরে (East Midnapur) উপভোক্তাদের বাড়ি বাড়ি ঘুরলেন কেন্দ্রীয় সরকারের অফিসাররা। যা নিয়ে সপ্তমে চড়ল তরজা। শুভেন্দু অধিকারীর উস্কানিতে এইসব হচ্ছে। মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি (BJP)।