BJP Executive Meet: হায়দরাবাদে আজ থেকে শুরু বিজেপির জাতীয় কর্মসমিতির ২ দিনের বৈঠক I Bangla News

2022-07-02 16

তেলঙ্গানার হায়দরাবাদে আজ থেকে শুরু হচ্ছে বিজেপির জাতীয় কর্মসমিতির ২ দিনের বৈঠক। কলকাতা থেকে রওনা দেন শুভেন্দু অধিকারী, শাহনওয়াজ হুসেন ও ভূপেন্দ্র যাদব। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ছাড়াও জাতীয় কর্মসমিতির এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Videos similaires