যশবন্ত সিন্হা নন, দ্রৌপদী মুর্মুকেই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখছেন তৃণমূলেরই নেতা। ‘দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন দ্রৌপদী মুর্মু’, হুল উৎসবে যোগ দিয়ে মন্তব্য মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের। উনি সত্য কথা বলছেন, অন্যরা স্বীকার করতে ভয় পান, কটাক্ষ বিজেপির। সৌমেন খানের ব্যক্তিগত মত, দলের নয়, প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের।