মোবাইল ফোনের (Mobile Phone) টাওয়ার বসানোর নাম করে প্রতারণার (Fraud) অভিযোগ। ১২ জনকে গ্রেফতার করল লালবাজারের (Laalbazar) গুন্ডাদমন শাখা। পুলিশ সূত্রে খবর, উল্টোডাঙা (Ultadanga) মেন রোডের ২টি অফিসে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় ৪০টি মোবাইল ফোন, কম্পিউটার ও হার্ডডিস্ক।