Ananda Sakal: আজ রথযাত্রা, বাংলা ও বাংলার বাইরে টান পড়বে রথের রশিতে

2022-07-01 16

আজ রথযাত্রা (Rath Yatra)। বাংলা ও বাংলার বাইরে টান পড়বে রথের রশিতে। করোনা কালে ২ বছর নানা বিধিনিষেধ ছিল। এবার আর সেই বিধি না থাকায় মহা ধুমধামে পুরী থেকে মাহেশ রথের রশিতে টান দিতে ভক্ত সমাগমের আয়োজন সম্পূর্ণ। আমদাবাদে জগন্নাথদেবের মন্দিরে আরতি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। 

Videos similaires