Puri Rath Yatra 2022: মেলবন্ধনের ছবি, পুরীর রথের শোভাযাত্রায় বাঙালি শিল্পীদের অপূর্ব নৃত্য পরিবেশন

2022-07-01 21

পুরীর রথ আর বাঙালি, শতক পেরোনো এক মেলবন্ধন। শুধু দর্শন বা তীর্থ করতে নয়, এবার বাংলার বর্ধমান থেকে ওড়িশার পুরীতে গিয়ে মন্দিরের সামনে জমাটি ওড়িশি নৃত্য পরিবেশন করছেন একঝাঁক বাঙালি শিল্পী। তাঁদের সঙ্গে কথা বলেছেন এবিপি আনন্দর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়।