Corora Advisory: বিদেশ থেকে আসা বিমানযাত্রীদের ২ শতাংশের RTPCR র্যান্ডম করতে হবে, নির্দেশ সরকারের
2022-07-01 18
দেশের পাশাপাশি বাংলাতেও ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। আজ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের দেড় হাজার পেরিয়ে গেল! এই পরিস্থিতিতে আজ সব রাজ্যকে নির্দেশিকা পাঠাল স্বাস্থ্যমন্ত্রক। পাশাপাশি অ্যাডভাইসরি দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরও।