Cyber Fraud: ছক বদল সাইবার প্রতারকদের, শর্ট কোড ব্যবহার করে দখল হোয়াটসঅ্যাপের

2022-07-01 18

সময়ের সঙ্গে সঙ্গে প্রতারণার ছক পাল্টাচ্ছে সাইবার প্রতারকরা (Cyber Crime)। short code বা short key ব্যবহার করে দখল নিচ্ছে হোয়াটসঅ্যাপের (Whatsapp)। অ্যাপের ব্যবহারকারী নয়, প্রতারিত হচ্ছেন তাঁর পরিচিতরা। আপনি সার্ভিস প্রোভাইডারের কাছে যে কমপ্লেন করেছিলেন, সেই কমপ্লেন এখনও অ্যাক্টিভ আছে...। খুব বিপদে পড়েছি, এখনি কয়েক হাজার টাকা দরকার...। মোবাইলের সার্ভিস প্রোভাইডার বা কোনও পরিচিত ব্যক্তির নামে  কি হোয়াটসঅ্যাপে (Whatsapp) এরকম বার্তা আসছে? তাহলে কিন্তু সাবধান! কারণ, উত্তর দিলেই প্রতারকদের ফাঁদে পড়তে পারেন আপনি বা আপনার পরিচিত কেউ। 

Videos similaires