Doctor's Day 2022 : ' পৃথিবীতে খারাপ ডাক্তার হয় না, খারাপ অসুখ হয়', ভাবনা প্রকাশে ডা. কুণাল সরকার

2022-06-30 2

National Doctors' Day 2022  ''একটা মানুষ যখন হার্টের অসুখ নিয়ে আসছেন, যখন তাঁর হার্টের চিকিৎসা করছি, তখন তাঁর পিছনের মানুষটার চিকিৎসা করছি, আর তাঁর পিছনের তাঁর সামাজিক দায়িত্ব, সেই বোঝাটাও কিন্তু আমার কাঁধে- চিকিৎসক হিসেবে এই কথাটা মাথায় রাখতেই হয়। ডক্টর'স ডে-তে ডা. কুণাল সরকারের মুখে উঠে এল পেশার সঙ্গে জড়িয়ে থাকা আবেগের কথা। প্রকাশ পেল বিলেত ফেরত এক তরুণ ডাক্তারের সেকাল থেকে কলকাতার এক নামি হাসপাতালের কর্ণধারের একালের অনুভূতি।  লড়াই চলছে, চলবে।  হাসপাতাল-বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়ার লড়াই, চলছে। দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছেন তিনি। এবিপি লাইভের মুখোমুখি ডা. কুণাল সরকার। #DrKunalSarkar #HappyDoctor'sDay

Videos similaires