মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে মা সারদার কথা টেনে বিতর্ক বাধিয়েছেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। তারই প্রেক্ষিতে নির্মল মাজির নাম না করে কড়া সমালোচনা করে বিবৃতি দিল রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। বারবার বিতর্ক বাধালেও কেন নির্মল মাজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তৃণমূল নেতৃত্ব? প্রশ্ন তুলছে বিরোধীরা।