রবীন্দ্রভারতীর উপাচার্য বদল নিয়েও সংঘাতের সুর। ‘সব্যসাচী বসু রায়চৌধুরীর পর নতুন উপাচার্য মহুয়া মুখোপাধ্যায়’, নতুন উপাচার্য নিয়োগে অনুমোদনের সিদ্ধান্ত জানালেন রাজ্যপাল। ‘আচার্য বিল বিধানসভায় পাস, তাও কীভাবে রাজ্যপালের অনুমোদন?’, ‘এই অবস্থায় সব কিছু খতিয়ে দেখার ভাবনা রাজ্য সরকারের’। উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাতে জানালেন শিক্ষামন্ত্রী।