National Doctors' Day 2021 লড়াই চলছে, ;চলবে। হাসপাতাল-বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়ার লড়াই, চলছে। দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছেন 'ঈশ্বর'রা। মারণ করোনাকে হারিয়ে তাঁদের হাত ধরেই আলোর রেখা দেখেছি আমরা।তীব্র হয়েছে ওঁদের প্রতিজ্ঞাও। আক্রান্ত হয়েছেন নিজেরা। চলে গেছে প্রিয়জন। তবু থামেনি লড়াই। কথা হচ্ছিল ডা. সুমন মিত্রর সঙ্গে । যিনি সামনের সারিতে থেকে কোভিডের বিরুদ্ধে লড়েছেন, লড়ছেন আজও। #Dr.SumanMitra #HappyDoctor'sDay