Devendra Fadnabish : বিজেপি-শিবসেনা জোট ভোটে জিতেছিল, মানুষ চেয়েছিল শিবসেনা-বিজেপির সরকার : ফড়ণবীস

2022-06-30 164

বিজেপি-শিবসেনা জোট ভোটে জিতেছিল, মানুষ চেয়েছিল শিবসেনা-বিজেপির সরকার, ‘শিবসেনা বিজেপির সঙ্গে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল, এমভিএ সরকার রাজ্যের উন্নয়ন করেনি’। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়ে তোপ ফড়ণবীসের। মহারাষ্ট্রে মহা চমক বিজেপির। ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিণ্ডে, একনাথ শিণ্ডেকে সমর্থন করবে বিজেপি, মহারাষ্ট্রকে নেতৃত্ব দেবেন একনাথ শিণ্ডে’। আজ শপথ নেবেন শুধুমাত্র একনাথ শিণ্ডে। মন্ত্রিসভায় যোগ দেবেন না দেবেন্দ্র ফড়ণবীস। হিন্দুত্বর জন্য শিণ্ডেকে সমর্থন: ফড়ণবীস, ‘মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনা নেতা একনাথ শিণ্ডে’। সন্ধে সাড়ে ৭টায় শপথ নেবেন একনাথ শিণ্ডে।

Videos similaires