Ananda Sakal iii: আজই গোয়া থেকে মুম্বইয়ে ফিরছেন একনাথ শিণ্ডে। সন্ধেয় শিণ্ডে শিবিরের সঙ্গে বিজেপির বৈঠকের সম্ভাবনা। Bangla News

2022-06-30 15

মহারাষ্ট্রে সরকার গঠনের তোড়জোড় শুরু বিজেপির। সূত্রের খবর, ২ জুলাইয়ের মধ্যে নতুন সরকার গঠন হতে পারে। মহারাষ্ট্রের মসনদ দখল নিয়ে পরবর্তী পদক্ষেপ স্থির করতে আজ সকালে দেবেন্দ্র ফড়ণবীসের বাড়িতে বৈঠকে বসতে পারে বিজেপির কোর কমিটি। আজই গোয়া থেকে মুম্বইয়ে ফিরছেন একনাথ শিণ্ডে। সন্ধেয় শিণ্ডে শিবিরের সঙ্গে বিজেপির বৈঠকের সম্ভাবনা। মন্ত্রিসভায় বিজেপি ও শিণ্ডে শিবিরের ভাগাভাগি নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। খবর সূত্রের।

Videos similaires