মহারাষ্ট্রে সরকার গঠনের তোড়জোড় শুরু বিজেপির। সূত্রের খবর, ২ জুলাইয়ের মধ্যে নতুন সরকার গঠন হতে পারে। মহারাষ্ট্রের মসনদ দখল নিয়ে পরবর্তী পদক্ষেপ স্থির করতে আজ সকালে দেবেন্দ্র ফড়ণবীসের বাড়িতে বৈঠকে বসতে পারে বিজেপির কোর কমিটি। মন্ত্রিসভায় বিজেপি ও শিণ্ডে শিবিরের ভাগাভাগি নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা। অন্যদিকে, সুপ্রিম কোর্ট আস্থা ভোটের নির্দেশ দেওয়ার পরেই, গতকাল নাটকীয়ভাবে ফেসবুক লাইভে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তারপর নিজেই গাড়ি চালিয়ে রাজভবনে যান ইস্তফাপত্র পেশ করতে। রাতে ছেলে আদিত্য ঠাকরেকে নিয়ে মন্দিরে পুজোও দেন উদ্ধব।