Mamata Banerjee : 'যে কোনও দিন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা' মুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা

2022-06-30 29

পঞ্চায়েত ভোট কি এগিয়ে আসতে পারে? বুধবার মুখ্যমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক মহলে সেই জল্পনা তৈরি হয়েছে। এদিন তিনি বলেন, তাড়াতাড়ি কাজগুলো করুন, যে কোনও দিন নির্বাচন ঘোষণা হয়ে যাবে। পাশাপাশি গ্রামীণ উন্নয়নেও জোর দেন তিনি। এনিয়ে পাল্টা মুখ খুলেছে বিজেপি।

Videos similaires