Jhalda : "আমার স্বামীর রক্তের জয়", বললেন পূর্ণিমা কান্দু

2022-06-29 39

"এই জয় আমার স্বামীর রক্তের জয়, ঝালদার মানুষের জয়। ২ নম্বর ওয়ার্ডের মানুষ মিঠুনকে প্রার্থী করেছিলেন, আমিও চেয়েছিলাম পরিবার থেকেই প্রার্থী হোক। তৃণমূলের নেতারা চাননি যে, আমার স্বামী চেয়ারম্যানের আসনে বসুক। এই ওয়ার্ডের মানুষ তাদের ভালভাবে জবাব দিয়েছেন।" বললেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর। ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস। নিহত তপন কান্দুর ওয়ার্ডে জয়ী কংগ্রেস। ৭৭৮ ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। জয় প্রত্যাশিত ছিল, দাবি তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর ।

Videos similaires