Darjeeling : দফায় দফায় বৃষ্টি, কাউন্টিং এজেন্টরা সময়ে গণনাকেন্দ্রে পৌঁছোতে না পারলে গণনা শুরু হবে দেরিতে
2022-06-29 10
উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি। তার জেরে জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট গণনা কিছুটা বিলম্বে শুরু হতে পারে বলে সূত্রের খবর। দফায় দফায় বৃষ্টির কারণে কাউন্টিং এজেন্টরা ঠিক সময়ে গণনাকেন্দ্রে পৌঁছোতে না পারলে গণনা শুরু হবে দেরিতে।