Darjeeling : দফায় দফায় বৃষ্টি, কাউন্টিং এজেন্টরা সময়ে গণনাকেন্দ্রে পৌঁছোতে না পারলে গণনা শুরু হবে দেরিতে

2022-06-29 10

উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি। তার জেরে জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট গণনা কিছুটা বিলম্বে শুরু হতে পারে বলে সূত্রের খবর। দফায় দফায় বৃষ্টির কারণে কাউন্টিং এজেন্টরা ঠিক সময়ে গণনাকেন্দ্রে পৌঁছোতে না পারলে গণনা শুরু হবে দেরিতে। 

Videos similaires