Girish Park Gold Arrest: সোনা লুঠের অভিযোগে গ্রেফতার করা হল ব্যবসায়ীর কর্মচারীকে। Bangla News

2022-06-29 9

গিরিশ পার্কের এক স্বর্ণ ব্যবসায়ীর অফিস থেকে সোনা লুঠের অভিযোগে গ্রেফতার করা হল তাঁরই কর্মচারীকে। সেইসঙ্গে গ্রেফতার হয়েছেন ওই কর্মচারীর ভাই। অভিযোগ, দুজনে ছক কষে সোনা লুঠ করে পুলিশের কাছে মিথ্যে গল্প ফেঁদেছিলেন। সিসি ক্যামেরার ফুটেজই শেষপর্যন্ত ধরিয়ে দেয় তাঁদের। 

Videos similaires