Aj Banglay: বাঁকুড়ার কোতুলপুরে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে গাছ থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ

2022-06-28 14

বাংলায় জেনে বা না জেনে একটু কাটমানি খেয়ে ফেললেও, অ্যাকশন নিই। পিএম কেয়ারের নামে লক্ষ লক্ষ কোটি টাকার হিসেব কেউ পায় না। অডিট হয় না, হিসেবের মধ্যেও থাকে না, একবারও কেউ প্রশ্ন করে। ৩ হাজার কোটি দিয়ে নতুন করে বাড়ি, টাকা কোথা থেকে আসছে? ১১০০ কোটি দিয়ে বিজেপির পার্টি অফিস বানায়, তখন কেউ প্রশ্ন করে না। আসানসোলের সভা থেকে কাটমানি নিয়ে পাল্টা আক্রমণে মমতা। 

Videos similaires