West Midnapore: সরকারি হাসপাতালের মেঝেতেই ২৮ ঘণ্টা কাটাতে হল প্রাক্তন বিধায়ককে! অভিযোগ ঘিরে সরগরম মেদিনীপুর

2022-06-28 59

প্রাক্তন বিধায়ক। চিকিৎসার জন্য বেড পেতে গিয়ে নাকানিচোবানি খেলেন সরকারি হাসপাতালে! ২৮ ঘণ্টা হাসপাতালের মেঝেয় পলিথিন শিটে পড়ে থাকার পর জুটল বেড! প্রাক্তন বাম বিধায়ক দিবাকর হাঁসদার অভিযোগ ঘিরে সরগরম মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। কর্তৃপক্ষের সাফাই, বেডের চেয়ে রোগীর সংখ্যা অনেক বেশি হওয়াতেই এই সমস্যা। 

Videos similaires