TMC Worker Beaten: দমদমে আক্রান্ত তৃণমূল কর্মী, মারধরের অভিযোগ আরেক তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে

2022-06-28 65

দমদমে আক্রান্ত তৃণমূলের এক বুথ কর্মী। মারধরের অভিযোগ আরেক তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। টাউন তৃণমূল সভাপতির দাবি, দল থেকে বহিষ্কৃত নেতার নির্দেশে হামলা চলেছে। যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই নেতা সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন। এদিকে এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। 

Videos similaires