Jagdeep Dhankhar: "সাংবিধানিক দায়িত্ব পালন করুন মুখ্যমন্ত্রী'' তৃণমূলের প্রতিনিধিদলকে বার্তা রাজ্যপালের

2022-06-28 48

"সাংবিধানিক দায়িত্ব পালন করুন মুখ্যমন্ত্রী। আইনের শাসন মানতে হবে, শাসকের আইন নয়। আইনের শাসন নিশ্চিত করুক রাজ্য সরকার।'' তৃণমূলের প্রতিনিধিদলকে বার্তা রাজ্যপালের। শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে সুর চড়াচ্ছে তৃণমূল। এবার রাজ্যপালের কাছে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধিদল। ব্রাত্য বসুর নেতৃত্বে স্মারকলিপি জমা দেন তারা। তৃণমূলের প্রতিনিধিদলে ছিলেন কুণাল ঘোষ, শশী পাঁজা, তাপস রায়, ফিরোজা বিবি, অর্জুন সিং, বিশ্বজিৎ দেব ও সায়নী ঘোষ।  বৈঠকে কেন্দ্রীয় এজেন্সিকে অপপ্রয়োগের অভিযোগের বিষয়টি তাঁরা রাজ্যপালের কাছে তুলে ধরেছেন বলে দাবি। নারদে কেন গ্রেফতার নন শুভেন্দু সেই প্রশ্নও উঠেছে বলে দাবি করেন কুণাল ঘোষ। 

Videos similaires