US: আমেরিকায় অনুপ্রবেশের সময় ট্রাকের মধ্যে দমবন্ধ হয়ে মৃত বহু

2022-08-24 0

আমেরিকায় অনুপ্রবেশ করতে গিয়ে প্রাণ গেল বহু মানুষের। এবার সীমান্ত পেরিয়ে দক্ষিণ টেক্সাসে অনুপ্রবেশ করার সময় প্রাণ গেল কমপক্ষে ৪০ জন অভিবাসীর। একটি ট্রাক্টর ট্রেলারের মধ্যে ওই ৪০ জন অভিবাসীকে সানঅ্যান্টোনিওতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই দম বন্ধ হয়ে মৃত্যু হয় একের পর একজনের। দক্ষিণ টেক্সাসের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।