"একাধিক কেন্দ্রীয় এজেন্সির রাজনৈতিক অপপ্রয়োগ করছে বিজেপি। যেখানে তদন্ত হচ্ছে সেখানে আইন আইনের পথে চলবে। কিন্তু, যারা বিজেপিতে নাম লেখাচ্ছে, তাদের আইনের উপরে রাখা হচ্ছে। বিজেপিতে গেলেই তদন্তের বাইরে।" রাজ্যপালের দ্বারস্থ হয়ে এই অভিযোগ জানাল তৃণমূলের প্রতিনিধিদল। সাক্ষাৎপর্ব শেষে একথা জানাল কুণাল ঘোষ।