৭দিন পার, মহারাষ্ট্রের মহানাটকে এখনও পরতে পরতে নাটক! ঠাণেতে শিণ্ডে শিবিরের শক্তিপ্রদর্শন, পাল্টা বিদ্রোহীদের দফতর কাড়লেন উদ্ধব। গুয়াহাটির হোটেলে দফায় দফায় শিণ্ডে শিবিরের বৈঠক। বিধায়ক পদ খারিজের নোটিস চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে শিণ্ডে। একনাথ শিণ্ডের মামলা, সবপক্ষকে সুপ্রিম কোর্টের নোটিস। ডেপুটি স্পিকার, বিধানসভার সচিবকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। ৩৯জন বিদ্রোহীর পরিবারের নিরাপত্তায় মহারাষ্ট্র সরকারকে নির্দেশ। শিবসেনার ২জন নেতাকেও ৫দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। ১১ জুলাই ফের সুপ্রিম কোর্টে মামলার শুনানি।