"২০২৬ পর্যন্ত যেতে হবে না, ২০২৪-এই সরকার বিসর্জন দিয়ে দেব। সবে তো মহারাষ্ট্র হয়েছে, এরপর ঝাড়খণ্ড, তারপরে রাজস্থান। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, রাজস্থানের পর বাংলায় পৌঁছে যাব।'' কোচবিহারের সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। "অপেক্ষা করে থাকুন ২০২৪-এই সরকারকে বিসর্জন দিয়ে দেব।'' কোচবিহারের সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।