Mamata Banerjee: নার্সের চাকরিতে যোগ দিতে চাওয়ায় স্বামী হাত কেটে নিয়েছিলেন! রেণু খাতুনের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী

2022-06-27 87

বর্ধমানের সভাস্থলেই রেণু খাতুনের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। নার্সের চাকরিতে যোগ দিতে চাওয়ায় তাঁর স্বামী হাত কেটে দেয় বলে অভিযোগ। তিনদিন পরে ধরা পড়ে অভিযুক্ত স্বামী। পরে পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য দফতরে নার্স গ্রেড টু পদে কাজ শুরু করেছেন রেণু খাতুন (Renu Khatun)। জীবনে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। রেণু খাতুনকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।