Alia Bhatt Pregnant: অন্তঃসত্ত্বা আলিয়া, তারকাদের ভালবাসায় ভাসলেন নায়িকা

2022-08-24 1

মা হচ্ছেন আলিয়া ভাট। রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধার ২ মাস পর সুখবর দিলেন আলিয়া। রণবীর, আলিয়ার খুশির খবরে বলিউডের এই দম্পতিকে অভিনন্দন জানাতে শুরু করেন তারকা। সোনি রাজদান থেকে শুরু করে করণ জোহর, গাল গ্যাডট, প্রিয়াঙ্কা চোপড়া, কীর্তি শ্যানন, শ্রেয়া ঘোষাল, আরমান মালিক, পরিণীতি চোপড়া, সোনু সুদ,  একের পর এক তারকা রণলিয়াকে ভালবাসায় ভরিয়ে দেন।