গুয়াহাটির হোটেল র্যাডিসন ব্লু হোটেলের তরফে বলা হচ্ছে ৩০ জুন পর্যন্ত ‘ কোনও ঘর খালি নেই। অতিথিদের আমরা তারিখ বদলাতে কিংবা অন্য দামের ঘর যখন খালি হবে বেছে নিতে বলছি।’ বিজেপিকে ঘর এবং বিধায়ক দুই-ই এর জন্যই দাম ঠিক করতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। মহারাষ্ট্রকাণ্ডের প্রেক্ষিতে ট্যুইট করে কটাক্ষ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের।