Burdwan Train Accident: বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল, অল্পের জন্য রক্ষা

2022-06-27 431

সকালের ব্যস্ত সময়ে বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল (Local Train)। যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। সকাল ৯টা ৫০ মিনিটে ইয়ার্ড থেকে বর্ধমান স্টেশনের (Burdwan Station) ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল বর্ধমান (Burdwan)-হাওড়া (Howrah) কর্ড লাইন লোকাল। স্টেশনে ঢোকার আগে পিছনের দিক থেকে ৩ নম্বর কামরাটি লাইনচ্যুত হয়ে হেলে পড়ে। ঘটনাস্থলে যান রেলের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। 

Videos similaires