Howrah News: বিজেপিতে যাওয়া নেতাদের তৃণমূলে ফেরানোয় আপত্তি প্রকাশ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের

2022-06-27 21

বিজেপিতে (BJP) যাওয়া নেতাদের তৃণমূলে (TMC) ফেরানো নিয়ে সরব হলেন হাওড়া (Howrah) সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। তবে দলীয় সাংসদের সঙ্গে একমত নন হাওড়া সদরের তৃণমূল (TMC) সভাপতি। এই ইস্যুতে বঙ্গের শাসক দলকে কটাক্ষ করেছে বাম (CMP)-বিজেপি (BJP)।

Videos similaires