Teesta Setalvad : গুজরাত এটিএসের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তিস্তা শীতলওয়াড়ের

2022-06-26 25

গুজরাত এটিএসের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তিস্তা শীতলওয়াড়ের। "পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকে গুজরাত এটিএস, বেধড়ক মারধর করে। মোবাইল ফোন ছিনিয়ে নেয়, আইনজীবীর সঙ্গে কথা বলতে দেয়নি।" আমদাবাদ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ সমাজকর্মীর। "কেন আমাকে কোনও নোটিস দেওয়া হয়নি। বেআইনিভাবে দুপুর তিনটে থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আটক করে রাখা হয়। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। বেআইনিভাবে আটক এবং তারপর গ্রেফতার করা হয়।" আমদাবাদের আদালতে অভিযোগ সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়ের। "এটা একটা রাজনৈতিক ঘটনা। আমি আইনি তদন্ত প্রক্রিয়ায় সবসময় সহযোগিতা করব।" আমদাবাদের আদালতে সওয়াল সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়ের।

Videos similaires