Datan : দাঁতনে নিয়ন্ত্রণ হারিয়ে ওলটাল লরি, স্থানীয়দের মাছ কুড়ানোর হুড়োহুড়ি

2022-06-26 18

জাতীয় সড়কের পাশে মাছবোঝাই গাড়ি উল্টে বিপত্তি। রবিবার দাঁতন থানার সাস্তানগর এলাকায় দাঁতন বাইপাসে ঘটনাটি ঘটে। অন্ধ্রপ্রদেশ থেকে মাছ বোঝাই করে কলকাতার দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিটি জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে উল্টে যায়। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া মাছ কুড়ানো ঘিরে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে। দুর্ঘটনায় জখম হয়েছেন লরি চালক ও খালাসি। তাঁদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে।

Videos similaires