Maharashtra Crisis : ভাঙচুরের পর শিণ্ডে-পুত্রের অফিসের বাইরে মোতায়েন প্রচুর পুলিশ

2022-06-26 23

মহারাষ্ট্রে মহানাটক, এবার বিদ্রোহীদের বাড়িতে কেন্দ্রীয় সুরক্ষা। শিণ্ডে গোষ্ঠীর বিধায়কদের পরিবারের সুরক্ষায় সিআরপিএফ : সূত্র। মহারাষ্ট্রে শিবসেনার আরও এক মন্ত্রী যোগ দিতে পারেন শিণ্ডে গোষ্ঠীতে, সূত্রের খবর। আজ গুয়াহাটির হোটেল র‍্যাডিসন ফোর্টের সামনে দিয়ে যাচ্ছিলেন অসমের মুখ্যমন্ত্রী। যাওয়ার সময় হঠাৎই দাঁড়িয়ে যায় হিমন্ত বিশ্বশর্মার কনভয়। ‘এতজন বিধায়ক এখানে এসেছেন, সাংবাদিকরা এসেছেন, তাই দাঁড়িয়ে গেলাম’। প্রতিক্রিয়া অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মার।

Videos similaires