ত্রিপুরার আগরতলায় হারল বিজেপি, জয়ী কংগ্রেস। আগরতলা কেন্দ্রে জয়ী কংগ্রেসের সুদীপ রায় বর্মন। বিজেপি প্রার্থীকে ৩ হাজার ১৬৩ ভোটে হারালেন কংগ্রেসের সুদীপ। টাউন বড়দোয়ালি কেন্দ্রে জিতলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। কংগ্রেসের আশিস সাহাকে হারালেন ৬ হাজার ১০৬ ভোটে । ত্রিপুরার যুবরাজনগরে বামেদের হারিয়ে জয়ী বিজেপি, সুরমাতেও এগিয়ে। ২৯ বছর পরে ত্রিপুরার যুবরাজনগর বামেদের হাতছাড়া । ত্রিপুরার ৪টি কেন্দ্রের উপনির্বাচনেই ৪ নম্বরে তৃণমূল কংগ্রেস ।