Tripura By Election Result: ত্রিপুরায় ৪ কেন্দ্রে উপ নির্বাচনে চলছে গণনা, কোন কেন্দ্রে কে এগিয়ে?

2022-06-26 76

ত্রিপুরায় ৪ কেন্দ্রে উপ নির্বাচনে চলছে গণনা। আগরতলায় এগিয়ে কংগ্রেস প্রার্থী সুদীপ রায়বর্মন। টাউন বড়দোয়ালি কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী মানিক সাহা। টাউন বড়দোয়ালি কেন্দ্রে দ্বিতীয় স্থানে কংগ্রেস। প্রথম রাউন্ডে সুরমাতেও এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। সুরমায় দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। চতুর্থ রাউন্ড শেষে যুবরাজনগরে এগিয়ে বিজেপি। যুবরাজনগরে দ্বিতীয় স্থানে সিপিএম। 

Videos similaires