পানিহাটির বিবেকানন্দ বিদ্যামন্দিরে রাজ্য নির্বাচনের কমিশনের দেওয়া সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও বুথ চত্বরে সাংবাদিকদের ঢুকতে বাধা দেয় পুলিশ। নিজেদের আচরণবিধি দেখান খড়দা থানার আইসি রাজকুমার সরকার। একইভাবে পানিহাটির বাবুলাল রাজগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথ চত্বরেও বাধা দেওয়া হয় সাংবাদিকদের